নিউ টাইমস ডেস্কঃ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-সাদাপাথর রুটে ‘সাদাপাথর পরিবহন’ নামে ২১টি বাস দিয়ে স্পেশাল গেইট লক সার্ভিস চালু হতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর রোববার। সাধারণ জনগণ ও পর্যট’কদের বিশেষ সুবিধার জন্য বিআরটিএ অনুমোদিত আরাম’দায়ক ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ‘সাদাপাথর পরিবহন’ চালু করা হচ্ছে। প্রতিটি বাসে থাকবে উচ্চ প্রযুক্তির ওয়াইফাই ও আধুনিক ই-টিকেটিং ব্যবস্থা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের লামাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়।