সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক-কর্মচারী সমিতি ও সৃষ্টি নাট্য থ্রিয়েটার গ্রæফ। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসষ্টেশন হিউম্যান ল্যাব ও ট্রাইফিক পয়েন্টে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক-কর্মচারী সমিতি সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কালিপদ দাস, সৃষ্টি নাট্য থ্রিয়েটারের সভাপতি সামিয়া চৌধুরী, এইচ.এমপি বিএম শাখার প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন, শিক্ষক নেতা এমদাদুল হক মিলন, সাংবাদিক একে মিলনসহ প্রমুখ। এ সময় অতিথি বৃন্দরা বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। এ ভাইরাস ঠেকাতে সচেতনার বিকল্প নেই। কাউকে করমর্দন করবেন না। হাত মুখ ধুয়ে রাখবেন। গণ জমায়েত এড়িয়ে চলবেন।