বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রমাসনের আয়োজনে শহরের ঐহিত্যবাহি যাদুঘর প্রাঙ্গণে ক্ষণগননা যন্ত্র স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণ গননার উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পুলিশ সুপার-২ মিজানুর রহমান মিজান,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন,সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন,অতিরিক্ত জেলা প্রমাসক মোঃ হায়াতুন নরী,যুগ্ম সম্পাদক এড.নান্টু রায়,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু,ট্রাফিক ওসি মোঃ সামছুল হক,ওসি মোঃ শহীদুর রহমান ওসি তদন্ত মোঃ আব্দুলাহ আল মামুন,ওসি অপারেশন মোঃ সনজুর মোর্শেদ প্রমুখ।