বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ১১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) থেকে গতকাল সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টা পযন্ত সারা জেলায় আরো নতুন ১১ জন রোগীর নমুনা সংগ্রহ করে করোনা সনাক্ত করা হয় বলে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল সূএে জানা যায়।
এ নিয়ে গত একসপ্তাহে সুনামগঞ্জ জেলায় মোট ২৬ জন করোনা রোগে আক্রান্ত হলো। এদের সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সাজন ডাঃ মোঃ শামস ঊদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ জনে দাড়ালো।