বিশেষ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা এগারোটা হইতে দিনব্যাপী উপজেলার মাটিয়ান হাওরের ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং প্রকল্প এবং গুরমা বর্ধিতাংশের ৩২ ও ৩৩ নং প্রকল্পের বাঁধ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহমুদ হাসান, সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মুবাশেরুল ইসলাম। পরিদর্শনকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এমরান হোসেন ও রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিকাল ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব মো. মাহমুদ হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময় ২৮ ফেব্রæয়ারির মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন হবে মর্মে আশা করা যায়। তবে এ ক্ষেত্রে নির্মাণ কাজের অতিরিক্ত বিল না দেয়ার জন্য তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।