বিশেষ প্রতিনিধিঃ যুব মহিলা লীগ সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর যুব মহিলা লীগের ত্রি বার্ষিকীর সম্মেলন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য মাফরুজা আক্তার মণির সভাপতিত্বে ও পৌর শাখার যুগ্ম আহবায়ক মাহিন চৌধুরীর সঞ্চালনায় কর্মী সভার শুরুতেই এর উদ্বোধন করেন যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলার সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম।
সভায় প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক হোসেন,সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন,যুব মহিলা লীগের সহ সভাপতি শিরিন শিলা,সাধারন সম্পাদক জান্নাত মরিয়ম,সাংগঠনিক সম্পাদক লুৎফা বেগম (লুচি) প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন এই সুনামগঞ্জ সদর ও পৌর যুব মহিলা লীগের পূণার্ঙ্গ কমিটি গঠনের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারন জনগনের মধ্যে তুলে ধরতে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পরে নেতৃবৃন্দরা সদর উপজেলা যুব মহিলা লীগের ৮১ ও পৌর যুব মহিলা লীগের ৮১ সদর বিশিষ্ঠ পূনার্ঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়।সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হলেন মাহরুজা আক্তার মনি ও সাধারণ সম্পাদক তানিম আক্তার পৌর যুব মহিলালীগের হলেন সভাপতি শাহিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শিখা চন্দ্র।