সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির উপদেষ্টা হারিছ উদ্দিনের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির কার্যালয়ে ঐ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতির বক্তব্যে রাখেন, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ তালুকদার, কৃষ্ণ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, রঙ্গারচর হরিনাপার্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, অষ্টগ্রাম রাশ গোবিন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ইয়াকুব বুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুল আহমদ, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হক, দারুল হুদা মাদ্রাসার সহকারী শিক্ষক সুহেল আলম, শিক্ষক আমিনুল হক প্রমুখ।
জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন বলেন, হারিছ উদ্দিনের অকাল মৃত্যুতে আমরা শিক্ষক সমাজ শোক প্রকাশ করছি। হারিছ উদ্দিন একজন সৎ ও ছাত্রদের প্রিয় শিক্ষক ছিলেন, হারিছ উদ্দিন এত তারাতারি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন, আমরা কল্পনা ও করিনি। হারিছ উদ্দিন মারা যাননি, তিনি আমাদের মাঋে আর্দশ হয়ে তাকবেন। এমনকি আমরা কিছু দিনের মধ্যে সুনামগঞ্জের সকল শিক্ষক সমাজকে নিয়ে বৃহত্তর দোয়া মিলাদ মাহফিল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে হারিছ উদ্দিনের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ আলী আনোয়ার দোয়া পরিচালনা করেন।