স্টাফ রিপোর্টারঃ আজ ২৮ই মার্চ রবিবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যগণ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগ সুনামগঞ্জ জেলাধীন বিভিন্ন বিভিন্ন উপজেলায় মেজর মোহাম্মদ আব্দুল মালেক,লেঃ মোহাম্মদ মেহেদী হাসান এবং লেঃ মো.আশিক উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা মূলক সৃষ্টিতে মাইকিং সহ টহল কার্যক্রম পরিচালনা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ জেলার যে সকল উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলা, দিরাই, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভপুর, তাহিরপুর উপজেলা। এ ছাড়া রবিবার দুপুরে জেলা শহর সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্ট টহল কাজে অংশ নেয় র্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩এর আভিযাত্রিক দল।লেঃ কমান্ডার মোঃ ফয়সল আহমেদ এর নেতৃত্বে র্যাব সদস্যদের উদ্যোগে করোনা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় আলাদা আলাদা কর্মসূচিতে সেনাবাহিনী,র্যাব সদস্যরা সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার, হ্যান্ডসেক বন্ধ, কোলাকলি থেকে বিরত থাকা সহ সরকারের ১৪টি কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে প্রচার প্রচারণা করেন।