বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক হারিছ উরপে সৌরভ হিজরাকে লাঞ্ছিত সহ মারদোর করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সুনামগঞ্জ
হিজরা কল্যাণ সংস্থার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার (২৪ মার্চ) বিকেল পৌনে ৪টায় পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এবং পরে সুনামগঞ্জ জজকোর্ট এলাকায় সুনামগঞ্জ হিজরা কল্যাণ সংস্থার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সুনামগঞ্জ জেলা হিজরা কল্যাণ সংস্থা সভাপতি সুমনা আক্তার কালা হিজরার সভাপতিত্বে ও
সহ-সভাপতি শেলী আক্তার হিজরার সঞ্চালনায়, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশে ও মানবন্ধনে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন, গুরু মাতা সরলা হিজরা।
এসময় সংঠনের সদস্য, জোনাকি হিজরা, নীলা হিজরা, শুরকী হিজরা, সুইটি হিজরা, সুজন হিজরা, চুমকি হিজরা, নদী হিজরা, রত্না হিজরা, মনিরা হিজরা, কাজলী হিজরা, স্বপ্না হিজরা, আবুনী হিজরা, প্রিয়াঙ্কা হিজরা, গোলাপি হিজরা, চন্দনা হিজরা, বাতাসি হিজরা, বনলতা হিজরা, ঐশরিয়া হিজরা, নাইজেরিয়া হিজরা প্রমুখ উপস্থিত ছিলেন।
হিজরা সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি ও মর্যাদা দেওয়ায় সরকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, আমাদের স্বজাতিয় হিজরা হারিছ উরপে সৌরভ কে লিঙ্গ কর্তন করার কথা বলে এবং সম্মতি না করায় আমাদের স্বজাতি আবু সাইদ স্বর্ণালী হিজরা তাকে উলঙ্গ করে বেদরক মারপিট চালায়। একপর্যায়ে আবু সাইদ স্বর্ণালী হিজরা মিথ্যা মামলা দিয়ে হারিছ উরপে সৌরভ হিজরা’কে হয়রানি করছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। আমাদের হিজরা সম্প্রদায়ের একটাই দাবি অবিলম্বে হারিছ উরপে সৌরভ হিজরার উপর আনিত অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়া হোউক। ##