বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. বদর উদ্দিন। এবার সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদক পদে নির্বাচন হয়েছে। সহ-সম্পাদক পদে ছাইদুর রহমান তালুকদার ও মো. আনিসুজ্জামান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দিনব্যাপী ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বজলুর রশিদ। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার শহিদুল হাসমত খোকন এবং শাহিনুর রহমান।
সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও এডভোকেট মো. শফিকুল আলম। কোষাধ্যক্ষ মো. আব্দুল করিম, পাঠাগার সম্পাদক এডভোকেট মো. জামাল উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এডভোকেট একেএম আব্দুল আহাদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালেক, নির্বাহী সদস্য এডভোকেট মো. শামসুর রহমান, এডভোকেট গৌরাঙ্গপদ দাস, এডভোকেট মো. হেলাল উদ্দিন, এডভোকেট মো. মাসুক উদ্দিন ও এডভোকেট দেবাংশু শেখর দাস।