শাবজল হোসাইন,তাহিরপুর::সুনামগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন খাঁন’র উদ্যোগে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে তাহিরপুরের বালিয়াঘাট নতুন বাজার,শ্রীপুর বাজারসহ কয়েকটি এলাকায় মাস্ক,সাবান,লিফলেট বিতরণ করেন।
এবং সচেতন তরুণদের দিয়ে কয়েকটি বাজারে ও বাজারের আশপাশের এলাকা গুলোতে জীবাণুনাশক স্প্রে এবং বাজারের প্রত্যেকটি মুদি দোকান ও ফার্মেসীর সামনে তিন ফিট দূরত্ব বজায় রেখে গুল বৃত্তকার আঁকানো হয়।
সুনামগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন খাঁন সাধারণ জনতার উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্যে বলেন-আতংক নয় আমাদের সচেতন হতে হবে।সচেতনতাই মরণব্যাধি নভেল করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।তাই আমাদের উচিৎ জনসমাগম এড়িয়ে চলা,আড্ডা না দেওয়া,প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলা।
এসময় উপস্থিত ছিলেন-ছাত্রলীগ নেতা আবুল হাসনাত কাজল,সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদ মনি,বাবর আলী,জাহাঙ্গীর আলম,মানিক মিয়া,রাকিব আল হাসান,রাসেল মিয়া,মোর্শেদ আলী,মামুন চৌধুরী ও শাহিন আলম প্রমূখ।