আলি হুসেন
সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে করোনায় ঘরবন্দি দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। গতকাল সোমবার রাতে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবাবিলনুরের বাসা থেকে প্রত্যেকর ঘরে ঘরে পৌছে দেয়া হয়। ৫কেজি চাল, ২৫০ গ্রাম ডাল,২৫০ গ্রাম পেয়াজ, আধা কেজি লবনসহ এক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ১১শ প্যাকেট ৬নংওয়ার্ডের আরপিন নগর উত্তর ও দক্ষিন, জামতলা এলাকার ঘরবন্দি দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেয়র নাদের বখত, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নুর, রাসেদ বক্ত নজরুল, কালাচান, আফজাল হোসেন, আমির হোসেন,গণমাধ্যমকর্মী, শতাধিক যুবকের সহযোগিতায় সুশৃংখলভাবে বিতরন করা হয়। এ সময় মেয়র বলেন, বিশ্বব্যাপি করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র মানুষগুলো ঘরের বাহিরে বের হয়ে কাজ না করে অতিকষ্টে দিনাতিপাত করছেন। তাদের কষ্ট লাগবে সরকারের পক্ষ থেকে সামান্য খাদ্য সামগ্রি বিতরন করেছি। পর্যায়ক্রমে সকল মহল্লায় বিতরন করা হবে।