বিশেষ প্রতিনিধিঃ আজ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্মানিত ৭নং ওয়ার্ডের লম্বাহাটি এলাকার মহিলাদের সমর্থন ও সহযোগিতায় আজ উক্ত ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী “জুয়েল আহমদ” ভাইয়ের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের জাহিরুন নেছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেনা বেগম, রুনিয়া বেগম, জলদার বেগম,ছফেদা বেগম,কলি চৌধুরী, শেফালী বেগম, লাইলী বেগম,সালমালা বেগম,বকিলর বেগম প্রমুখ।