বিশেষ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৭ হাজার ১৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ২৩৮ এবং মহিলা ভোটার ২৩ হাজার ৭৭৭ জন। ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আবুল হাসনাত মো: কাওছার, ২ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সৈয়দ ইয়াছিনুর রশিদ, ৩ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোঃ মোশাররফ হোসেন, ৪ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন চঞ্চল কুমার লোহ, ৫ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন গোলাম সাবেরীন, ৬ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আবাবিল নূর, ৭ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আহসান জামিল আনাস, ৮ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আহমদ নূর, ৯ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোঃ গোলাম আহমদ।
সংরক্ষিত ১, ২ ৩নং নারী কাউন্সিলর পদে পিয়ারা বেগম, ৪, ৫, ৬,নং ওয়ার্ডে সামিনা চৌধুরী মনি এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সৈয়দা জাহানার বেগম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬২ জন প্রার্থী। এরমধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৯ এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নির্বাচনে ২৩ টি কেন্দ্রে ১২৬ বুথে দায়িত্ব পালন করেন ৪০১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা। এরমধ্যে ২৩ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ১২৬ জন এবং পোলিং অফিসার ২৫২ জন।