বিশেষ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ পৌর শহরে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা চার্ট না থাকায় এবং নোংড়া পরিবেশে খাবার তৈরিসহ নানা অভিযোগে সুনামগঞ্জের পৌর শহরের তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্যের মূল্য তালিকা চার্ট না থাকায় অতিরিক্ত মূল্য রাখায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ২৫ ভাগ অর্থ ভোক্তাকে দিয়েছে অধিদপ্তর।
বৃহষ্পতিবার ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের ভাই ভাই, কুটুম বাড়ি এবং পানসি রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
ক্রেতাদের কাছ থেকে খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্য রাখায় শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ ভাগ টাকা ভোক্তা ওবায়দুর রহমান কুবাদকে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের ভাই ভাই রেস্টুরেন্টকে ৮ হাজার এবং পানসী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারি পরিচালক মোঃফয়েজ উল্লাহ।