বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলাবাসীসহ দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন জামালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান,সুনামগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সুনামগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ সরকার।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন করোনার মত এক বিশাক্ত ভাইরাসের কারনে আজ সারা বিশ্ব হিমসিম খাচ্ছে, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ এখনো মহামারির কবলে পরেনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা সঠিক ভাবে পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন মুসলমানদের সব চেয়ে আনন্দের মাস রমজান মাস এবং রমজান শেষে ঈদুল ফিতর হচ্ছে সব চেয়ে বড় উৎসব কিন্তু এবার এই উৎসবে দুরত্ব বজায় রেখে দেশ ও নিজেদের পরিবারের সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি সুনামগঞ্জ বাসীসহ দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।।