রোকন উদ্দিন রাজুঃ-করোনা দূর্যোগে সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুপুর ১১টায় উমেদশ্রী গ্রামে সায়েম সুপার মার্কেটে জানাওয়ান ষ্টোরের সামনে মেম্বার পদপ্রার্থী আব্দুল হেকিমের নিজস্ব অর্থায়নে ১২০টি অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ রোকন উদ্দীন রাজু মোঃ রকিব মওলানা কামাল হোসেন আব্দুল ওয়াহাব গোলি মাস্টার আশিক মিয়া হোসাইন আহমেদ মিজানুর রহমান নান্নু প্রমুখ।