বিশেষ প্রতিনিধিঃ আসন্ন বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর আলম তপন নৌকা প্রতীক পেয়েছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে উপ-নির্বাচনে ১নং সলুকাবাদ ইউনিয়নের নূর আলম তপন কে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
বর্ষিয়ান এ রাজনীতিবিদ সু-শিক্ষিত, অন্যায়ের প্রতিবাদী ও সাধারণ মানুষের আস্থাভাজন হওয়ায় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশিই বলছেন সাধারণ ভোটাররা।
এছাড়া ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হওয়ায় তিনি নির্বাচনে জয়ী হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন তারা।
এদিকে প্রতীক বরাদ্দের পর পরই ইউনিয়নের আনন্দ উল্লাসে মেতে উঠেছে সধারণ ভোটার সহ প্রবীন রাজনীতিবিদরা ।