আহাম্মদ কবির,তাহিরপুর থেকেঃকরোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাংগুয়ার হাওর পাড়ের কওমী মাদ্রাসায় পড়ুয়াদের দ্বারা পরিচালিত-ইত্তেসালুল ইখওয়ান পরিষদ,জয়পুর,ছিলানী তাহিরপুর ও গোলাবাড়ী গ্রামের একঝাঁক তরুণ শিক্ষার্থী। সেই বৃদ্ধ বয়সী অসহায় সদর আলীসহ কিছু অসহায় মানুষের পাশে,
তাদের সাধ্যমতো দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তাঁরা পরিবার হতে দেওয়া নিজেদের খরচের টাকা হতে সঞ্চয় করে অবহেলিত সুবিধাবঞ্চিত টাংগুয়ার হাওর পাড়ের গোলাবাড়ি গ্রামের বৃদ্ধ বয়সী অসহায় খেয়াঘাটের মাঝি সদর আলী সহ জয়পুর, ছিলানী তাহিরপুর ইসলামপুর গ্রামের কিছু নিন্ম আয়ের শ্রমজীবী
মানুষের মধ্যে ইতিমধ্যেই সীমিত আকারে ত্রাণসামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন।
সরকারি ত্রান-সাহায্য হতে যারা বঞ্চিত হয়েছে,সেই সকল দরিদ্র নিন্ম আয়ের দিনমজুর পরিবারের মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী চাল,ডাল,সাবান ও করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করেন।
এ কাজের উদ্যোক্তা ক্বারী মাওলানা শিহাবুদ্দিন(রয়েল) জানান আজকের এই করোনার কারনে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকা সহ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় ত্রান-সাহায্য বিতরণ হলেও তাহিরপুর হাওরাঞ্চলের দূর্গম এলাকা হওয়ায় হয়তোবা এখানকার এই সুযোগ সুবিধা তেমনটা পাচ্ছে না।করোনা পরিস্থিতিতে সারাদেশের মানুষ ঘরবন্দী হলেও,এ উপজেলার টাংগুয়ার হাওর পাড়ের খেয়াঘাটের মাঝি সদর আলী সহ অনেকেই করোনার মৃত্যুকে ভয় না করে জীবিকা তাগিদে কাজের সন্ধানে বের হলেও,সবকিছু বন্ধ থাকায় চরম বিপাকে রয়েছেন তারা।এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই আমরা আমাদের খরচের টাকা হতে সঞ্চয় করে এই সামান্য সহযোগিতার হাত বাড়ালাম।
এ ব্যাপারে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঃপ্রাঃপ্রধান শিক্ষক হাদিউজ্জাম বলেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ এই প্রথম,আমি যারা এই মহৎ কর্মের সাথে জড়িত সবার মঙ্গল কামনা করি।
এ ব্যাপারে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন,এই মহৎ কর্মের সাধুবাদ জানাই।