বিশেষ প্রতিনিধিঃ তাহিরপুরে ইউপি সদস্যকে মোবাইলে হত্যার হুমকি দিয়েছেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন। এ ঘটনায় বাদাঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সামছুল হক সিকদার তার জীবনের নিরাপত্তা চেয়ে তাহিরপুর থানায় বুধবার একটি সাধারণ ডায়রী করেছে। ডায়রী নং -৮৯৮ তারিখ ১.৪.২০।
তাহিরপুর থানায় ইউপি সদস্য মো. সামছুল হক সিকদারের লিখিত অভিযোগে উল্লেখ করেন, আফতার উদ্দিন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে রোহিঙ্গা নাগরিককে নাগরিক সনদপত্র দেওয়ায় তিনি চেয়ারম্যান হইতে বহিস্কার হন। তাছাড়া তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি করায় আমাদের ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সমস্ত কারণে আফতাব উদ্দিন আমার ক্ষতি সাধনের পায়তারা করছেন।
বাদাঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সামছুল হক সিকদার বলেন,আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার বাড়ি ছাড়া অন্য কোথাও বের হচ্ছি না।
বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন,ইউপি সদস্য মো. সামছুল হক সিকদারের সাথে আমার মোবাইলে কোন আপত্তিজনক কথা হয়নি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ইউপি সদস্যের দাখিলকৃত লিখিত অভিযোগটি থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।