বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের অতিদরিদ্র, দিনমজুর ও অসচ্ছল ১৩০টি পরিবারের মাছে পবিত্র রমজান মাসের ৩০ দিনের ইফতারের খাবার দিলেন সৌদিআরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিন।
সৌদিআরব প্রবাসী ছমির উদ্দিনের ব্যাক্তিগত তহবিল থেকে পহেলা রমজান শনিবার(২৫ এপ্রিল) থেকে প্রতিদিন ইফতারের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।
বাড়ি বাড়ি ইফতারের খাবার পৌঁছে দেন সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিননের বড় ভাই সেনাবাহিনীরওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) মো. রফিক উদ্দিন।
সৌদিআরব জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সমির উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ ঘরবন্দি হয়ে আছেন কাজ করতে পারছেন না। অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন সেজন্য আমি তাদেরকে সারা রমজান মাস ইফতারের খাবার দিয়েছি। প্রতিদিন একজন বাবুর্চি দিয়ে নিজেই খাবার তৈরী করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এছাড়া অসহায় পরিবারের মধ্যেও ত্রাণসামগ্রী দিয়ে যাচ্ছি। আমার সামর্থ অনুযায়ি অসহায় মানুষের পাশে আছি। এই সহায়তা অব্যাহত থাকবে।