বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড় রাজ্যের রাজধানী হলহলিয়া রাজবাড়ীর প্রত্যতাত্বিক খনন ও অনুসন্ধান (২০১৯-২০২০) কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বৃহস্পতিবার দুপুর ২টায় হলহলিয়া রাজবাড়ীর প্রতœতাত্বিক খনন ও অনুসন্ধান কাজের উদ্বোধন করেন তিনি। পরে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের একতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সিলেট বিভাগের প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের উপ পরিচালক ড. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,অপার সম্ভাবনাময় জেলা হিসেবে দেশব্যাপী এই সুনামগঞ্জের অনেক সুনাম রয়েছে। কেননা এখানে অনেক ক্ষণজন্মা বাউল শিল্পী,রাজনৈতিক মঞ্চ কাপানো নেতার জন্মস্থান এখানে মুঘল আমল ও বিট্রিশ আমলের শাসনকালের অনেক প্রতœতত্ব রয়েছে তা সংরক্ষণ করা গেলে দেশ বিদেশের অনেক পর্যটকরা এই অঞ্চল ঘুরতে আসবেন কাজেই জেলা প্রশাসনের তরফ থেকে এগুলো সংরক্ষণ কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।